ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


কর্ণফুলী দূষণের অভিযোগে জরিমানা


৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫২

চট্টগ্রামের পতেঙ্গার বে-ফিশিং করপোরেশন লিমিটেড নামে এক প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৪ হাজার ৮‘শ টাকা অর্থদণ্ড করেছে পরিবেশ অধিদপ্তর। তাদের বিরুদ্ধে কর্নফুলী নদীতে অপরিশোধিত তরল বর্জ্য ফেলে দূষণের অভিযোগ উঠে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এ দণ্ডাদেশ দেয়া হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক এই খবর নিশ্চিত করেন।

তিনি বলেছেন, পরিবেশ অধিদপ্তর বে-ফিশিং করপোরেশন লিমিটেডের পরিশোধনাগারে অভিযানে কর্ণফুলীতে নদীতে অপরিশোধিত তরল বর্জ্য ফেলার অভিযোগ পাওয়া যায়। সে কারণে ওই কোম্পানিকে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নিতে বলা হয়।

অভিযোগ প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানটি জরিমানা করা হয়, বলে জানার আজাদুর রহমান মল্লিক।

ভবিষ্যতে জন্য কোম্পানিকে সতর্ক করা হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

এসএমএন