ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


জনস্বাস্থ্য বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়ায় খুলছে না বিপণি বিতান


৭ মে ২০২০ ২২:৪৪

জনস্বাস্থ্য বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ফলে ঈদ-উল ফিতর উপলক্ষে শহরের কোনো বিপণি বিতান খুলবে না। যদিও সরকারি নির্দেশনা মেনে সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

ঈদে মানুষের কেনাকাটার সুবিধার্থে আগামী ১০ মে থেকে সারাদেশের বিপণি বিতান খুলে দেয়ার নির্দেশনা দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা।

স্বাস্থ্যবিধি মেনে খোলার বিষয়ে শহরের বিপণি বিতানগুলোর ব্যবসায়ী নেতাদের নিয়ে দুপুরে বৈঠকে বসেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিটি সেন্টার, এফ এ টাওয়ার, পৌর আধুনিক সুপার মার্কেট, আশিক প্লাজা ও হকার্স মার্কেটসহ ছোট-বড় সব শপিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

কোর্ট রোড সিটি সেন্টারের ব্যবসায়ী সমিতির সভাপতি সাইদুজ্জামান আরিফ বলেন, ‘সরকারিভাবে ১০ মে থেকে মার্কেট খোলা রাখার কথা বলা হলেও জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

বৃহস্পতিবার পর্যন্ত জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রবাসীসহ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮ জন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন, সুস্থ হয়েছেন ২৫ জন আর বাকিরা আইসোলেশনে রয়েছেন।

নতুন সময়/এআর