ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


দেশজুড়ে আরএফএলের বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিলবোর্ড


২০ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১১

বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে আরএফএল নিয়েছে এক অভিনব উদ্যোগ। ‘আঞ্চলিক ভাষাতেই আছে আত্মপরিচয়’-এ স্লোগানে আরএফএল দেশজুড়ে তাদের সমস্ত বিলবোর্ড বিভিন্ন আঞ্চলিক ভাষায় রূপান্তর করেছে।


এর পাশাপাশি টিভি ও অনলাইনের জন্য আঞ্চলিক ভাষায় ভিডিও কন্টেন্ট নির্মাণ করা হয়েছে। সিএনজি অটোরিকশা ব্র্যান্ডিং, স্থানীয় পত্রিকায় আঞ্চলিক ভাষায় প্রেস অ্যাড এমনকি তাদের প্রোডাক্ট লেবেলেও আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে।

আঞ্চলিক ভাষাকে ঘিরে কোনো হীনমন্যতা নয়, এ বার্তা ছড়িয়ে দিতে আরএফএলের ভেরিফাইড ফেসবুক পেজে ইতোমধ্যে ছাড়া হয়েছে একটি ওভিসি। প্রায় ৫০ লাখেরও বেশি দর্শক এ ওভিসি দেখেছে। আঞ্চলিক ভাষার গুরুত্বকে ঊর্ধ্বে তুলে ধরে আরএফএল স্থাপন করেছে এক অনন্য দৃষ্টান্ত।

নতুনসময়/আনু

 

আরএফএল কর্তৃপক্ষ চায় আঞ্চলিক ভাষাকে ঘিরে মানুষের মধ্যে যে সংকোচ কাজ করে তা দূর করতে। আরএফএল বিশ্বাস করে আঞ্চলিক ভাষা শেকড়ের ভাষা। একজন মানুষকে দিন শেষে তার শেকড়ের টানেই ফিরতে হয়।