ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২

অভিযানে  গিয়ে নিজেই গ্রেপ্তার হলেন 'ম্যাজিস্ট্রেট'


২০ জুন ২০১৯ ০৫:১৩

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অভিযানে গিয়ে নিজেই গ্রেফতার হলেন ‘ম্যাজিস্ট্রেট’।

মঙ্গলবার রাজধানীর গুলশান এভিনিউর চিটাগাংবুল নামের একটি রেস্তোরাঁয় অন্য এক মেজিস্ট্রেটের হাতে গ্রেফতার হয়েছেন এই মেজিস্ট্রেট।

তবে গ্রেফতার হওয়া ব্যক্তি মূলত নকল মেজিস্ট্রেট। তার নাম মোহাম্মদ বিন জহির সুমন ভূইয়া।

প্রায় এক বছর ধরে বিভিন্ন এলাকায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন ।

বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে নিজেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে জরিমানাও আদায় করেন অনেকবার।

এভাবেই এক বছর ধরে প্রতারণা করে আসছেন তিনি। মঙ্গলবার তার ভুয়া অভিযান চালানোর প্রতারণার ফাঁদে পা দেয়নি ওই রেস্তোরাঁর কৃর্তপক্ষ। অবশেষে আসল মেজিস্ট্রেটের কাছে হাতেনাতে ধরা পড়লেন তিনি।

নতুনসময়/আইকে