ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

ভালুকায় শিশু ধর্ষণ, ধর্ষক আটক


২৫ এপ্রিল ২০১৯ ০৮:১২

ধর্ষক আটক

ভালুকায় তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী শিশু ধর্ষণের অভিযোগে এক জেলেকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার ধামশুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধামশুর গ্রামের বিদ্যুৎ চন্দ্র বর্মণের মেয়ে ওই এলাকার নিতাই চন্দ্র মন্ডলের ছেলে হেমেন্ত চন্দ্র মন্ডল (৫২) প্রলোভন দিয়ে তার বসতঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। পরে মেয়েটির চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। পরে পুলিশ ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে ওই জেলেকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।