ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত


২১ এপ্রিল ২০১৯ ২৩:১৩

প্রতিকী ছবি

কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মাদক ব্যবসায়ীর নাম মহিউদ্দীন (২৬)।

র‌্যাব-১৫ এর কর্মকর্তা মেজর রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর টেকনাফ থানার মেরিন ড্রাইভ জব্বার মুন্সির পরিত্যক্ত হ্যাচারির পার্শ্বে অভিযান পরিচালনা করতে যায় র‌্যাব। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এলাপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। পরে র‌্যাব জানমাল ও সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এক সময় গোলাগুলি বন্ধ হলে সেখানে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, পরে স্থানীয়রা গুলিবিদ্ধকে মিজানুর বলে চিহ্নিত করেন। সে একজন ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবাও ও আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।