ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা


২১ মার্চ ২০১৯ ১১:৩৪

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামে স্ত্রী জান্নাত খাতুনকে (৪৮) কুপিয়ে হত্যা করে স্বামী ইবাদত আলী (৫৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার এস আই মোহাম্মদ আতিক হোসেন জানান, পারিবারিক কলহের কারণে রাত সাড়ে ১০টার দিকে ইবাদত আলী তার স্ত্রী জান্নাত খাতুনকে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

তিনি আরও বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার পরপরই ইবাদত আলী বাড়িতে ঘরের বাঁশের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে দুটি লাশই উদ্ধার করেছে।

 

নতুনসময়/আইকে