ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২

মধুপুরে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার


১৭ জুলাই ২০২০ ১৭:২৩

প্রতিকি

টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন ওই বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার সকালে মধুপুর পৌর এলাকার উত্তরা আবাসিক এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।


নিহতরা হলেন গণি মিয়া (৪৫), কাজিরন ওরফে বুচি (৩৮), তাজেল (১৭) ও সাদিয়া (৮)। ধারণা করা হচ্ছে, নিহতরা স্বামী-স্ত্রী এবং তাদের দুই ছেলেমেয়ে।

স্থানীয়রা জানায়, দুদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ সকালে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।

মধুপুর সার্কেলের এসি কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে বলা যাবে।