ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


আশুলিয়ায় প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন


২২ জুন ২০১৯ ০২:৫৩

আশুলিয়ায় প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন
স্থানীয় জনতা।

শুক্রবার বাদ জুমা আশুলিয়ার জামগড়ার ফ্যান্টাসী কিংডমের সামনে
বিভিন্নস্থান থেকে বিক্ষোভ নিয়ে সমবেত হয়। এরপরে সকলে মহাসড়কের দুইপাশে সারিবদ্ধভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রি-পেইড মিটারে বিদ্যুৎ বিল বেশি ওঠে। আমরা বিষয়টি পল্লীদ্যুৎ কতৃপক্ষকে সমাধানের জন্য জানানো হলেও তারা তা সমাধান না করে তারা আরো এই মিটার বসাচ্ছে। এতে পূর্বের বিলের চেয়ে চারগুণ ওঠে। তাই আমরা এই মিটার বসানো বন্ধ ও সমস্যার দ্রুত সমাধান চেয়ে নামাজের পরে আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছি।

এ সমস্যা দ্রুত সমাধানের দাবিও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

ইয়ারপুর ইউনিয়ন সাবেক যুবলীগ নেতা মোঃ হালিম মৃধা, মোঃ মঞ্জুরুল আলম ভূঁইয়া, মোঃ আলম মৃধা এবং মোঃ জয়নাল আবেদিন মিঞাসহ এলাকাবাসী এ বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।