ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বেনাপোলে ১৮ রোহিঙ্গা আটক


১৪ সেপ্টেম্বর ২০১৮ ০১:৪২

রোহিঙ্গা আটক
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বৃহস্পতিবার বিকালে আমড়াখালী চেকপোস্ট থেকে শিশুসহ ১৮ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। 
 
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি। 
 
যশোর ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, যাত্রীবাহী পরিবহন যোগে বেশ কিছু রোহিঙ্গা ভারতে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে। এধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে একটি বাস তল্লাশী করে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। এরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে বলে তারা জানায়। 
 
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
 
আব্দুস সালাম নামে এক রোহিঙ্গা বলেন, আমরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছি। দালাল আমাদের ভারতে নিয়ে ভাল কাজ দেবে বলেছে।
 
একেএ