ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


সড়ক দুর্ঘটনায় নারী নিহত


১৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:১১

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। 
 
নিহতের নাম রাশেদা আক্তার (৩৮)। তিনি উপজেলার মিঠানলা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের মো. আমির হোসেনের স্ত্রী।
 
মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল আলম জানান, বৃহস্পতিবার সকালে সুফিয়া রাস্তার মাথা এলাকায় একটি প্রাইভেটকার রাশেদা আক্তারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 
 
মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য থানায় আনা হয়েছে বলে জানান এসআই মাহফুজুল আলম।
 
একেএ