ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


৫ বছরের সাঁজাপ্রাপ্ত ২ আসামী ইয়াবাসহ গ্রেপ্তার


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৫

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ২১ পিস ইয়বাসহ ৫ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী মাজেদুল ইসলাম (৩৬) ও সুমন সিদ্দিক (৩৭) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশ থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানার এসআই সম্বিত রায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশ থেকে তাকে আটক করে। সে উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। ফয়লা গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে সুমন সিদ্দিক।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক ২ টি মামলা হয়েছে।

এসএমএন