ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩২

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজীপুরের শ্রীপুরে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেওয়া বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জ থানার খান্নাগ্রাম এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও তাদের ছেলে সেলিম হোসেন (১৫) নিহত হন।

স্থানীয়রা জানায়, আনোয়ার কেওয়া বকুলতলা গ্রামের আবুল হাসানের বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। তার পরিবারের সবাই স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। পাঁচ/ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে আনোয়ারের। তার ভাড়া বাসার বারান্দায় ওই অটোরিকশা চার্জ দিতেন। সকালে তার ছেলে সেলিম ঘুম থেকে ওঠে বারান্দায় অটোরিকশার কাছে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় সেলিমের মা সেলিনা তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় বাড়ির লোকজন মা-ছেলেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আবু রায়হান বলেন, সকালে মৃত অবস্থায় মা-ছেলেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

আইএমটি