ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


মুন্সিগঞ্জে ট্রাকচাপায় নিহত ১


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রাকের চাপায় গোলাম মোস্তাফা (৫০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হন। নিহত গোলাম মোস্তফা ঢাকা সোনালী ব্যাংকের এমএলএস পদে কর্মরত ছিলেন।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি ওই এলাকার বাসিন্দা।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রকিব বলেন, নিহত গোলাম মোস্তফা স্থানীয় একটি বাস থেকে মহাসড়কের আনারপুর এলাকায় নেমে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও পালিয়ে যায় চালক।

আইএমটি