ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


মোটরসাইকেল দুর্ঘটনায় আহত লিখন রাজ


২২ এপ্রিল ২০১৯ ২৩:৩০

তারুণ্যের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নতুন সময় টেলিভিশ এবং ঢাকা প্রতিদিন পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি লিখন রাজ ও তার বন্ধু মফিজুল ইসলাম। রবিবার রাত ৮টায় রাজধানীর উত্তরা জসিমউদ্দিন রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তারা। সংবাদ কর্মী লিখন রাজের সাথে থাকা বন্ধু মফিজুল ইসলামকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার ফজলুর বারী তাকে চিকিৎসা দেন। পরে ডাক্তারের চিকিৎসা নিয়ে সংবাদ কর্মী লিখন রাজকে তার সাথে থাকা বন্ধু হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান।

লিখন রাজের বাবা, মা, সন্তানের সুস্থাতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন,আল্লাহ যেনো তাকে তারাতারি সুস্থাতা দান করেন।