ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


স্কুলছাত্রী হত্যা: প্রেমিকের বিরুদ্ধে মামলা


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪১

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছুরিকাঘাতে স্কুলছাত্রী রিমা আকতার হত্যার ঘটনায় প্রেমিক মাসুদদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে নিহত রিমার বাবা মঞ্জুরুল আলম বাদি হয়ে মামলাটি করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, আসামি মাসুদ (১৯) পেশায় একজন রাজমিস্ত্রি। তার বাড়ি পটিয়া পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের আমিরভান্ডারের পুরাতন বাড়ি এলাকায়। আসামি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয়রা, শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিহত রিমার ওপর রক্তাক্ত অবস্থায় মাসুমের দেহ পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলে রক্তমাখা একটি ছোরাও পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, প্রেমে সাড়া না দেওয়াতে খুন করে ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিল।

এসএমএন