ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


ফেনীতে মাটি কাটতে গিয়ে মিলল অবিস্ফোরিত বোমা


২ মার্চ ২০১৯ ০৭:৫৫

ফেনীতে মাটি কাটতে গিয়ে মিলল অবিস্ফোরিত বোমা

ফেনীর ফুলগাজী উপজেলার কিসমত বাসুডা গ্রামে বিমান থেকে নিক্ষেপণযোগ্য একটি অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া গেছে।

শুক্রবার ওই গ্রামের একটি পুকুরে মাটি খোঁড়ার সময় বোমাটি দেখতে পান শ্রমিকরা। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ বোমাটি শনাক্ত করে। তবে উদ্ধার না করতে পেরে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিন জানান, সকালে বাসুডা গ্রামের আবদুর রউফ মিয়ার পুকুরে মাটি কাটছিলেন শ্রমিকরা। ওই সময় তাদের কোদালের আঘাতে বিশাল আকারের একটি লোহার খণ্ড উঠে আসে। বস্তুটি বোমার মতো দেখতে হওয়ায় তাৎক্ষণিক থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও থানা পুলিশ সেখানে গিয়ে বস্তুটিকে বোমা বলে নিশ্চিত করেন।

ওসি আরও জানান, বোমাটি আকারে তিন ফুটের মতো লম্বা আর ওজন ৩৫ থেকে ৪০ কেজি। তবে অবিস্ফোরিত মনে হওয়ায় তা সেখানেই রাখা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কুমিল্লা সেনানিবাসের বোমা বিশেষজ্ঞদের বিষয়টি জানানো হয়েছে। শনিবার তারা বোমাটি দেখে করণীয় ঠিক করবেন।

তিনি বলেন, দেখে মনে হচ্ছে মুক্তিযুদ্ধ অথবা বিশ্বযুদ্ধের সময় বোমাটি ফেলা হয়েছিল।