ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত


৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪৬

রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় ফাহিম রাফি (২০) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত ফাহিমের বাসা দক্ষিণ বাসাবো। তার বাবা টেলিটক কোম্পানির মহাব্যবস্থাপক মনিরুজ্জামান।

আহত অবস্থায় শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দাযিত্বপালনকারি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, হাতিরঝিলে একটি বাসের ভেতরে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় এবং ঠোঁটের অংশ কেটে যায় ফাহিমের। তাকে প্রথমে আল খিদমাহ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক জানিয়েছে, পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় মারা যান ফাহিম।

ফাহিম সন্ধ্যায় ব্যাক্তিগত কাজে বাসা থেকে হয়েছিল বলে পরিবার পক্ষ থেকে পুলিশকে জানায়।

এসএমএন