ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬


৮ সেপ্টেম্বর ২০১৮ ০২:১৭

চলমান মাদকবিরোধী অভিযানে রংপুরে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সকাল থেকে শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার ৮টি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ৫৬ জনের বিরুদ্ধে মাদক মামলায় একাধিক মামলা রয়েছে। তাদের আজ শুক্রবার দুপুরে কোর্টের মধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।

রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

একেএ