ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


পপি একসঙ্গে জন্ম দিলো ৪ সন্তান


৮ সেপ্টেম্বর ২০১৮ ০১:৩০

একই সঙ্গে চার সন্তানের মা হলেন হাসিনা আক্তার পপি (২৮) নামে এক গৃহবধূ।

রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (৭ সেপ্টেম্বর) অস্ত্রোপচারের মধ্য দিয়ে দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
পপির গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলা।এবং তার স্বামীর নাম মহসীন আলীর।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাইনী চিকিৎসক লায়লা হাসনা বানু অস্ত্রোপচার করলে ওই গৃহবধূ পরপর চার সন্তানের জন্ম দেন।

পপির বড় ভাই মোস্তাকিন রহমান শিশির জানান, ৮ বছর আগে তার বোনের সঙ্গে মহসীনের বিয়ে হয়।এক সঙ্গে চার সন্তানের জন্মই হলো বিয়ের পর তাদের প্রথম সস্তান। এতে পরিবারের সকলেই খুশি। বর্তমানে মা ও চার সন্তানই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

এসএমএন