ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত


৭ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বগডহর গ্রামের দক্ষিণপাড়ায় এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। এতে আরও দুই জন আহত হয়েছেন। শুক্রবার (০৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইলমা (০৮ মাস)। নিহত ইলমা একই গ্রামের রবিউল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে রবিউলের স্ত্রী এলপি গ্যাসের সিলিন্ডারের চুলায় রান্না বসিয়ে অন্য কাজে যান। এ সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘরে ঘুমিয়ে থাকা শিশু ইলমা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় রবিউল ও তার ছেলে রাব্বিও আহত হন।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত হওয়ার বিষয়টি নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার নিশ্চিত করেছেন।

একেএ