ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সাঈদীর নামে কোরবানি দিয়ে গ্রেপ্তার হল জামায়াত নেতা


৭ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৪

মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর নামে গরু কোরবানি দেয়ায় জামায়াত নেতা সাহেব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোরবানির ঈদের সময় সাহেব আলী সাতক্ষীরার সীমান্তবর্তী হাড়দ্দাহ, বৈচনা, চৌবাড়িয়া, ভোমরা ও লক্ষীদাড়ীর এলাকার সক্রিয় জামায়াত নেতাদের সংঘবদ্ধ করে সাঈদীর নামে গরু কুরবানি দেন।

খবরটি ছড়িয়ে পড়লে ঘটনার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার মাঠে নামে পুলিশ। পরে ভোমরা ইউপি সদস্য জামায়াত নেতা সাহেব আলী গ্রেপ্তার এড়াতে ভারতে পালিয়ে যান।

বুধবার (০৫ সেপ্টেম্বর) ভোমরা ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরার সময় ভোমরা ফাঁড়ির পুলিশ তাকে আটক করে সদর থানায় সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার সাহেব আলী ভোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আইএমটি