ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সৌদিতে নিহত শাহ আলমের লাশ নিজ গ্রামে


৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৯

সৌদি আরবে দুই মাস আগে নিহত শাহ আলমের লাশ আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলার দেউলী পুর্বপাড়া জামে মসজিদের সামনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

অনেক স্বপ্ন আর আশা নিয়ে ২০১৭ সালের ৯ আগস্ট ধারদেনা ও এনজিওর ঋণের টাকায় শাহ আলমকে সৌদি আরবে পাঠিয়েছিলেন মধুমতির করালগ্রাসে সর্বস্ব হারানো তার পিতা দরিদ্র ও দিনমুজুর সায়েন উদ্দিন মোল্যা।

শাহ আলম দশ মাস প্রবাসে কাটালেও পরিবারের জন্য খরচের টাকাপয়সা পাঠাতে পারেনি। গত ৪ জুলাই সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন শাহ আলম। তার মৃত্যুর খবরে এলাকা ও পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

এরপর লাশ দেশে আনতে অর্থের সাহায্য পেতে বিভিন্ন পদক্ষেপ নেয় তার পরিবার। একপর্যায়ে সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি প্রশাসনের সহযোগিতার মাধ্যমে শাহ আলমের লাশ আসে বাংলাদেশে।

একেএ