ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫, ৫ই পৌষ ১৪৩২


শরণখোলায় বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত


১১ ডিসেম্বর ২০১৮ ০১:৪৪

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক)সভাপতি অধ্যক্ষ আব্দুস ছাত্তার আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দুপ্রকের সহসভাপতি হাবিবুর রহমান তালুকদার, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, রূপান্তর এনজিও প্রতিনিধি আলমগীর হোসেন মিরু প্রমূখ।

আলোচনা শেষে আট জয়িতা নারীকে পুরষ্কৃত করা হয়।