মানুষের ভোটের অধিকার রক্ষায় কাজ করছি: কে এম মামুনুর রশিদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে শনিবার বিকেলে শাহপুর বাজারে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতনপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো: আবুল বাশার এবং সঞ্চালনা করেন রতনপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো: আব্দুস সালাম মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কে এম মামুনুর রশিদ বলেন, আমার জন্য দোয়া করবেন। আমি দিন-রাত পরিশ্রম করে প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডের কৃষকদলকে সু-সংগঠিত করার চেষ্টা করছি। আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন যে পাই, তার পক্ষে যেন জনগণ সুন্দরভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো: এনায়েত উল্লাহ খোকন।সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা মো: সাইফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো: জিল্লুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো: আল আমিন,জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো:মোখলেছুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন (বাবুল),পৌর কৃষকদলের আহ্বায়ক মো: আনোয়ার হোসেন, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম (সাকলাইন মাস্টার), রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: তোফায়েল আহমেদ (তুহিন),রতনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম নাফিজ মিঠু,রতনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আমজাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহ্বায়ক কাজী মো: আব্দুস সাওার, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আমজাদ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: মোহিদুল ইসলাম (ঝিনুক), কৃষকদলের সদস্য মো: খায়েস প্রমুখ।