ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত


২০ আগস্ট ২০২৫ ২০:৫৪

সংগৃহিত

মহানগর গাজীপুর ২০ আগস্ট বুধবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর এর  সভাপতিত্বে২০২৫খ্রি. জুলাই এর মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

 সভাপতি সভায় জুলাই/২০২৫খ্রি. মাসের অপরাধ পর্যালোচনাপূর্বক গাজীপুর জেলায় অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

জুলাই/২০২৫খ্রি. মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ  অফিসারদের  ক্রেস্ট  এবং নগদ অর্থ প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),  জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, জনাব মোঃ মেরাজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলসহ বিভিন্ন থানার  অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং  জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।