শার্শা উপজেলা শিশু পার্ক চালু হচ্ছে কাল

যশোরের শার্শা উপজেলাবাসীর জন্য সুখবর—পুনর্নির্মাণ ও সংস্কারের পর শিশুদের বিনোদনের অন্যতম আকর্ষণ শার্শা উপজেলা শিশু পার্ক আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন বিকাল ৩টা থেকে মাগরিবের আজান পর্যন্ত পার্ক খোলা থাকবে। তবে শিশুদের জন্য বিশেষ কিছু নিয়ম মানতে হবে।
???? শিশুদের জন্য নির্দেশনা:
১২ বছর বয়স পর্যন্ত শিশুরা পার্কের রাইডে উঠতে পারবে।
অভিভাবকরা কোনো রাইডে উঠতে পারবেন না।
সকাল কিংবা স্কুল সময় পার্কে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।
স্কুল ইউনিফর্ম পরে পার্কে আসা যাবে না।
দেয়াল টপকে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় অভিভাবকরা পার্কটি চালু হওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এটি শিশুদের মানসিক বিকাশ ও সুস্থ বিনোদনে ইতিবাচক ভূমিকা রাখবে।