ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


জেএমবির ৫ সদস্য আটক


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪১

বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫ জেএমবি সদস্যকে অটক করেছে পুলিশ। তারা রাজশাহী ও রংপুর বিভাগের শীর্ষস্থানীয় সামরিক শাখার সক্রিয় সদস্য।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৩টি চাকু ও হ্যান্ডকাপ জব্দ করা হয়।

এর আগে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সনাতন চক্রবর্তী জানান, দুপুরে জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা এ ব্যাপারে বিস্তারিত বলার জন্য সংবাদ সম্মেলনের আহ্বান করেছেন।

এসএমএন