ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিষয়ে সেমিনার


১ নভেম্বর ২০১৮ ০০:২২

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বণা রানী সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন ম-ল, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, ওসি তদন্ত আতিকুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সাংবাদিক এনামূক হক সিদ্দিক, শাহাজান আলী বিপাশ, জামির হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।