ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


সাতক্ষীরায় গাছের ডাল কাটতে গিয়ে কৃষকের মৃত্যু


৩০ মার্চ ২০২৪ ১৬:৩২

ছবি : নতুন সময়

সাতক্ষীরার আশাশুনিতে সজনে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে ইয়াকুব আলী (৫১) নামে কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মার্চ) ১০ টার দিকে আশাশুনির দক্ষিণপাড়া গ্রামে ঘটনা ঘটে। ইয়াকুব আলী সদরের দক্ষিণপাড়া গ্রামের মৃদু কালো গাজীর ছেলে।

ইয়াকুব আলীর ছোট ভাই রবিউল ইসলাম জানান, তার বড় ভাই সকালে সজনে গাছের ডাল কাটতে গাছে ওঠেন। ডাল কাটার এক পর্যায় অসাবধানবশত বিদ্যুতের তারের ওপর কাঁচা ডাল পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছে মারা যায়। পরে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা এসে গাছ থেকে ইয়াকুব আলীব উদ্ধার করে।

আশাশুনির থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, সজনে গাছের পাশে বিদ্যুতের তার ছিল। ইয়াকুব আলী ডাল কাটতে গিয়ে কাঁচা ডাল তারের উপরে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়।

পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মই দিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

নতুনসময়/এএম


সাতক্ষীরা, আশাশুনি, বিদ্যুৎপৃষ্ট, অপমৃত্যু, ফায়ার সার্ভিস