ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


২২ মার্চ ২০২৪ ২০:৩২

সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় নোনা দাশ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত নোনা দাশ বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পূর্ব গোমদণ্ডী দাশপাড়ার মৃত সুধাংশু দাশের ছেলে।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে পৌর সদরের বুড়ি পুকুরপাড় এলাকায় কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মাসুদ আলম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক রূপন। ৭টা ১০ মিনিটে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে গোমদণ্ডী স্টেশন ছেড়ে যায় বলে জানা গেছে।

নতুনসময়/এএম


চট্টগ্রাম, বোয়ালখালী, কক্সবাজার, ট্রেন, চমেক