ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


চার ঘণ্টা পর ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক


১৯ মার্চ ২০২৪ ০৯:৪৯

সংগৃহিত

বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে লাইনচ‌্যুত হওয়া পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি দুর্ঘটনার চার ঘণ্টা পর উদ্ধার ক‌রে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ২টার দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ক্ষ‌তিগ্রস্থ ব‌গি রেল প্রক‌ল্পের ক্রেনের সহায়তায় উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর প্রথমে ট্রেন‌টির ব‌গিগু‌লো স‌রি‌য়ে নেয়া হয়। এরপর ক্ষ‌তিগ্রস্থ ব‌গি ক্রেন দি‌য়ে উপ‌রে তু‌লে লাইনে তোলা হয়। এরপ‌র ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, নতুন রেললাইনের রেলক্রসিং প‌য়েন্স (মেইনপ‌য়েন্স) করার সময় পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের মাঝখা‌নের ব‌গি লাইনচ‌্যুত হয়। এতে রেললাইনের প্রায় ২০০ মিটার ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া রে‌লের ক্লিপ ভে‌ঙে গে‌ছে।

ট্রেনটি লাইনচ‌্যুত হওয়ায় মধ্যরা‌তে বিপা‌কে প‌ড়ে‌ছেন অনেক যাত্রী। ‌বি‌শেষ ক‌রে মঙ্গলবার সকা‌লে জেল পু‌লিশের (কারারক্ষী) মাঠ পরীক্ষা থাকায় বহু চাক‌রিপ্রার্থী বিপা‌কে প‌ড়ে‌ছেন। এসব চাক‌রিপ্রার্থী‌দের চো‌খেমু‌খে হতাশার ছাপ দেখা গে‌ছে।

তবে কী কার‌ণে ট্রেন‌টি লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে, সেটা এখন জানা যায়নি।