ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার


১৬ মার্চ ২০২৪ ১৭:০৭

ছবি : নতুন সময়

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে র‍্যাব। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে শাজাহানপুরের মাঝিরা ইউনিয়নের সাজাপুর এলাকার একটি তেলের পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলো- নীলফামারীর জলঢাকার ডাউয়াবাড়ী এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে আবু হানিফ (৪০) ও একই এলাকার মোজাফরের ছেলে রবিউল ইসলাম (২৮)।

শনিবার (১৬ মার্চ) দুপুরে বগুড়া র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নীলফামারী থেকে বগুড়ার শেরপুরগামী একটি মোটরসাইকেলে মাদক পরিবহন করা হচ্ছে। তখন শুক্রবার রাতে শাজাহানপুরের মাঝিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৩ কেজি গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে আটক করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড ও নগদ ১২ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন, দীর্ঘদিন ধরেই আসামিরা জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। ৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নতুনসময়/এএম


বগুড়া, র‌্যাব, গাজা, গ্রেপ্তার, ব্যবসায়ি