ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২


১৫ মার্চ ২০২৪ ১৫:২১

ছবি : নতুন সময়

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহী অটোরিকশা গাড়ী তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ান। এসময় ১টি অটোরিকশা, ৩টি মোবাইল সেট উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার নয়াপাড়া গ্রামের মোঃ জকির আহমদের ছেলে গাড়ী চালক  হেলাল উদ্দিন(২৮) ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (২৮)।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে তাদের আটক করেন।

শুক্রবার (১৫ মার্চ) সকালে কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয় বলে ৩০ বিজিবির অধিনায়ক কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানিয়েছেন।

নতুনসময়/এএম


কক্সবাজার, টেকনাফ, মহাসড়ক, অটোরিকশা, তল্লাশী, ইয়াবা, উদ্ধার