ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


অপহরণের শিকার কিশোরগঞ্জের সেই মোস্তাক


২৮ সেপ্টেম্বর ২০২৩ ২১:১০

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরের সেই মোস্তাককে হুমকির পর তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হুমকির ঘটনায় মোস্তাক নিজে হোসেনপুর থানায় একটি জিডি দায়ের করেছিলেন। জিডির পর তাকে অপহরণ করে ৪০ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন তার ভাই রনি।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ব্যাংক লোন করে দেয়ার ঘটনা নিয়ে মোস্তাকের সঙ্গে ওই এলাকার কিছু লোকের টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। আর এ দ্বন্দ্বের প্রেক্ষিতে দয়াল, সোহেল এবং সাইদল ইউনিয়নের চেয়ারম্যান সবুজের ভাতিজা রবিন হুমকি দিয়ে আসছিল। হুমকির ঘটনায় গত ৫ সেপ্টেম্বর হোসেনপুর থানায় একটি জিডি দায়ের করেছিলেন।

এদিকে এই ঘটনার রেশে গত বৃহস্পতিবার ভোরে বিন্নাঢী ইউনিয়নের দনাইল গ্রামের বাবুল চেয়ারম্যানের বাড়ি থেকে দয়াল, সোহেল ও রবিনের নেতৃত্বে ১০/১২ জন যুবক মোস্তাককে অপহরণ করে বলে অভিযোগ করেন তার ভাই রনি। বাবুল চেয়ারম্যান মোস্তাকের শশুর। তিনি সেখানেই ছিলেন।

রনি জানান, এখন পর্যন্ত তার ভাইয়ের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছেনা। রবিন তাকে ফোন করে ৪০ লাখ টাকা দাবি করেন। এই টাকা দিলে তারা তার ভাইকে ছেড়ে দেবে নইতো মেরে ফেলবে।

তিনি আরও বলেন, আমরা গ্রামের মুরব্বিদের নিয়ে বসে সমাধানের চেষ্টা করছি। যদি সমাধান না হয় তবে ভাইকে উদ্ধারের জন্য আইনের আশ্রয় নেব।