ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


মোহনপুরে আওয়ামী লীগ নেতার পুকুরে পাহারাদারের লাশ, ময়নাতদন্ত ছাড়াই দাফন


২৯ আগস্ট ২০২৩ ০৫:২৮

ছবি সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে আওয়ামী লীগ নেতা এনামুল হকের পুকুর থেকে পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই পাহারাদারের নাম খোরশেদ। শুক্রবার তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্র জানায়, উপজেলার খাত্না গ্রামে আওয়ামী লীগ নেতা এনামুল হকের পুকুর দেখাশোনা করতো খোরশেদ। শুক্রবার তার লাশ উদ্ধার করা হয়।
লোকজন জানান, বিদ্যুতের তার জড়িয়ে তার মৃত্যু হয়। তবে তারগুলো সাবধানতাভাবে রাখা ছিলনা। এ ঘটনার পর আওয়ামী লীগ নেতা এনামুল হক লাশ যেন ময়নাতদন্ত না করা হয় সে জন্য পুলিশকে ম্যানেজ করা শুরু জরেন। এক পর্যায়ে পুলিশ বিপুল অংকের টাকার বিনিময়ে পরিবারকে নানা হুমকি ও টাকার লোভ দেখিয়ে আপোষ করে। পরে তারা পুলিশকে লিখিত দিলে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করে দেয়।
লোকজন বলছেন, হটাৎ খোরশেদের মৃত্যু নানা প্রশ্ন জন্ম দিয়েছে। পরিবার যেন কোন আইনী ব্যবস্থা না নিতে পারে তার জন্য বিপুল অংকের টাকা দিয়ে ম্যানেজ করেছেন আওয়ামী লীগ নেতা এনামুল হক।

মোহনপুর থানার ওসি জানান, পরিবারের অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছি।

আওয়ামী লীগ নেতা এনামুল হক বলেন, বিদ্যুতের তার জড়িয়ে তার মৃত্যু হয়েছে। এলাকার লোকজন ময়নাতদন্ত ছাড়াই দাফনের কথা বললে আমি ওসিকে অনুরোধ করি।