ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


১০ সেপ্টেম্বর ২০২২ ০১:২৫

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নীরব ও অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে।

শুক্রবার যাত্রাবাড়ী ও শাহবাগের আব্দুল গনি রোডে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ভোর ৪টার দিকে রাস্তায় যানবাহন ধাক্কা দেয় নীরবকে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।

এদিকে, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত জানান, সকাল ৭টার দিকে আব্দুল গনি রোডের ক্রসিংয়ে গাড়ির ধাক্কা দিলে অজ্ঞাতনামা এক নারী গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান ওই নারী।