ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


কাঁচা মরিচের কেজি ৫০ টাকা


২৬ আগস্ট ২০২২ ২১:২৯

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি পাইকারি বাজারে দেশি কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩০ টাকা। প্রকার ভেদে ৮০ টাকার মরিচ এই বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। এদিকে উৎপাদন বাড়ায় ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, গত কয়েক দিন ধরে আবহাওয়া শুষ্ক থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন বেড়েছে। কমে গেছে বাজারে মরিচের দাম। ৮০ টাকার কাঁচামরিচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। তা আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে। দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের।

বাজার করতে আসা লুৎফর রহমান নামে এক ব্যক্তি বলেন, ‘২০০ থেকে ২৪০ টাকা কেজি দরে কিছু দিন আগেও কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল। দাম কমতে কমতে আজ সেই মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। তখন ৫০ টাকা দিয়ে এক পোয়া মরিচ নিয়েছি। আজ সেই ৫০ টাকা দিয়ে এক কেজি মরিচ কিনলাম।’

হিলি বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী আজিজার রহমান বলেন, ‘একদিন আগেও ৭০ থেকে ৮০ টাকা দরে মরিচ পাইকারি বিক্রি করেছি। বর্তমান আবহাওয়া ভাল থাকায় মরিচের উৎপাদন বেশি হচ্ছে, যার কারণে দামও কমে গেছে। আমরা রাজশাহী অঞ্চল থেকে ৪০ টাকা দরে কাঁচামরিচ পাইকারি কিনে আনছি।’

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানি কারক জামিল হোসেন চলন্ত বলেন, ‘দেশে কাঁচা মরিচের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দামও ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এখন বাংলাদেশের চেয়ে ভারতেই কাঁচা মরিচের দাম বেশি। আমদানি করলে লোকসান হবে। যার কারণে ভারত থেকে মরিচের আমদানি বন্ধ রাখা হয়েছে।’