ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


ধামরাইয়ে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


২৮ এপ্রিল ২০২১ ১৭:৩৪

সংগৃহিত

ঢাকার ধামরাইয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

অজ্ঞাতনামা এই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৩৭ বছরের মধ্যে হবে। তার পরণে প্যান্ট ও শার্ট ছিলো।

বুধবার সকালে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালের দিকে স্থানীয় এলাকাবাসী মহাসড়কের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পায়। এসময় তার মুখ থেতলানো ও শরীরে জখমের চিহ্ন দেখা যায়।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ফেলে রেখে যাওয়া হতে পারে। তার শরীরে জখমের চিহ্ন দেখা গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।