ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


রাজশাহীতে লকডাউন অমান্য করায় ৩৫ জনকে জেল-জরিমানা


১৯ এপ্রিল ২০২১ ০১:৪৮

ছবি- সংগৃহিত

রাজশাহীতে বিধি-নিষেধ অমান্য করা ও স্বাস্থ্য বিধি না মানায় রবিবার (১৮ এপ্রিল) দিনের প্রথমার্ধে মোট ৩৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় একজনকে ৭ দিনের কারাদন্ডও প্রদান করা হয়েছে।সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয় বলে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার জানিয়েছেন।

তিনি আরও জানান, গত শনিবার (১৭ এপ্রিল) এই আইন লঙ্ঘন করার অপরাধে মোট ৩৯ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সচেতনা সৃষ্টির লক্ষ্যে ৫২০টি মাস্ক বিতরণ করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পুরো জেলাজুড়ে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।