ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


বিএনপি নেতা সেলিমা রহমান করোনা আক্রান্ত


১২ মার্চ ২০২১ ১৫:৩৬

কোবিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি অসুস্থবোধ করায় করোনা পজেটিভ রিপোর্ট আসায় বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

রাতে সেলিমা রহমান গণমাধ্যমকে বলেন, আমি খুব অসুস্থ। আমার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আমি সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে চিকিৎসা নিচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন।

পরিবারের সদস্যরা জানান, সেলিমা রহমানের আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ দলের নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন।