ঢাকা বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


মিরপুরের কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে


২২ ডিসেম্বর ২০২০ ০১:১০

রাজধানীর মিরপুরে কালশী বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল বাশার বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বিকেলে ৩টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই বস্তির অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। আমরা এখনো কাজ করছি।

তিনি বলেন, দেড়টার দিকে আগুনের খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে। বস্তির ঘরগুলো কাঠের ও টিনের হওয়ায় আগুন খুব অল্প সময়ে ভেতরে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।