ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


করোনায় আক্রান্ত এমপি এমিলি


২ ডিসেম্বর ২০২০ ২১:০০

মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের এমপি ও সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

সাগুফতা ইয়াসমিন এমিলির ছেলে তাসকিন শাকিব জানান, তার মা গত সোমবার জাতীয় সংসদ ভবন হাসপাতালে নিয়মিত চেকআপের অংশ হিসেবে করোনা বুথে স্যাম্পল দেন।

মঙ্গলবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি বর্তমানে ঢাকার ইউনাইটেড হাতপাতালে চিকিৎসা নিচ্ছেন। শাকিব তার মায়ের সুস্থতা কামনায় মুন্সিগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।