ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


ওমান থেকে দেশে ফিরল ৩৯৬ বাংলাদেশি


২৮ জুলাই ২০২০ ২০:২৩

ছবি প্রতিকী

মহামারী করোনাভাইরাসের কারণে ওমানে আটকা পড়া ৩৯৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমান সূত্রে জানা যায়, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে ওমানে আটকা পড়েন বেশ কিছু বাংলাদেশি নাগরিক। দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। দুই দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফিরলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, তারা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি।