ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


রংপুরে কিশোর পুকুরে ডুবে মৃত্যু


২৬ জুলাই ২০২০ ০০:১০

ছবি সংগৃহীত

রংপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তানজিম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে সদর উপজেলার কেল্লাবন্দ (বিসিক মোড়) এলাকার পুকুরে এ ঘটনা ঘটে। মৃত তানজিম নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহিন আলমের ছেলে।

জানা গেছে, শনিবার দুপুরের দিকে তানজিমসহ আরও কয়েকজন মিলে সদর উপজেলা পরিষদ মাঠে খেলাধুলা করে। পরে তারা একসঙ্গে পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের গভীরতায় পানিতে ডুবে যায় তানজিম এবং তার দুই বন্ধু রাহাত (১৪) ও জিসান (১৩)। স্থানীয়রা পুকুর থেকে ওই কিশোরদের উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তিনজনকে উদ্ধার করে। এদের মধ্যে তানজিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলার আমিনুর রহমান জানান, তিনজন কিশোর গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তিনজনকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। বাকি দুই শিশু এখন সুস্থ রয়েছে।