ঢাকা মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


ছাত্রলীগ নেতা শফিক ইয়াবাসহ আটক


২১ জুলাই ২০২০ ১৬:১৮

পটুয়াখালীর দুমকি উপজেলায় ১০ পিস ইয়াবাসহ সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শফিক খানকে (৩০) আটক করেছে পুলিশ।

সোমবার রাতে দুমকি নতুনবাজার এলাকা থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত শফিক খান উপজেলার শ্রীরামপুর এলাকার হাবিবুর রহমান খানের ছেলে।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ব্যাপারে দুমকি থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।