কুষ্টিয়ার অগ্ৰনী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শাখাটি লকডাউন এর ব্যাপারে উদাসীন

অগ্রণী ব্যাংক লিমিটেড স্টেশন রোড শাখা কুষ্টিয়ার ১০ জন কর্মকর্তা ও কর্মচারীর ভিতরে ৪জনই করোনা পজেটিভ। এই চারজন হল সিনিয়র অফিসার নাসির আহমেদ, কেয়ারটেকার ফ্রান্সিস মিহির কুমার বালা, মাঠ কর্মী আবু মুসা, ঝাড়ুদার সখিনা খাতুন।
আরো ৫ জন কর্মকর্তা বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়েও নির্বিঘ্নে গ্রাহকদের সংস্পর্শে এসে সেবা দিয়ে যাচ্ছে। এতো কিছু পরেও কোন ব্যবস্থা নিচ্ছে না অগ্রণী ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষ।
উল্লেখ্য অত্র শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী গত ১৩/০৭/২০১৯ হতে ১৭/০৭/২০২০ তারিখ পর্যন্ত ঢাকাতে অবস্থান করেন। বর্তমানে তিনি করোনা টেস্ট করেননি। ঢাকাতে অবস্থান করে বর্তমানে সে অফিস করছে। সরকারি নির্দেশনা মোতাবেক বর্তমানে ১৪ দিনের কোয়ারেন্টাইন এ থাকার কথা। কিন্তু সে কোয়ারেন্টাইন পালন না করে এবং করোনা টেস্ট না করে অফিস করছে। কুষ্টিয়া জেলার বৃহৎ পাইকারি বাজার হিসেবে পরিচিত বড়বাজার সেখানেই অবস্থিত অগ্রণী ব্যাংকের স্টেশন শাখায়, এই ব্যাংকে বিদ্যুত বিল, পানির বিল,ট্রেড লাইসেন্স, ফরেন রেমিটেন্স,টিটিসহ বিভিন্ন কাজে প্রতিদিন চার-পাচশত লেনদেনে হয়ে থাকে অগ্রণী ব্যাংকের বড় স্টেশন রোড শাখায়। এই শাখায় সেবা নিতে আসা অনেক গ্রাহক অভিযোগ করেন এ শাখায় কর্মরত করোনা ভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে দ্রুত ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। এ ব্যাপারে ব্যাংকের ম্যানেজারের মুঠোফোনে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শাখাটি লকডাউন এর ব্যাপারে ব্যাপক উদাসীন।