ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


ঘূর্নিঝর আম্পান নেই,তবুও অসহায় মানুষের পাশে আছে এমপি পুত্র সুনাম দেবনাথ


২০ জুলাই ২০২০ ১৭:০৪

ছবি সংগৃহীত

এবার ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ালেন বরগুনা ১ আসনের মাননীয় সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র পুত্র এ্যাডভোকেট সুনাম দেবনাথ।

রবিবার (১৯ জুলাই) বিকেলে বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া গ্রামের দরিদ্র মোটরসাইকেল রেন্ট এ কার চালক মোঃ আনেচ জমাদ্দারের হাতে ক্ষতিগ্রস্ত বসত ঘর মেরামতের জন্য টিন তুলে সুনাম দেবনাথ।

গত ২১ শে মে আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পানের কবলে পড়ে আনেচ জমাদ্দারের বসত ঘরের ছাউনি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় নেন অন্যের ঘরে। সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরেও কোন লাভ হয়নি আনেচ মিয়ার। পরে বিষয়টি নজরে এলে সুনাম দেবনাথ দরিদ্র মোটরসাইকেল চালক আনেচ মিয়ার হাতে ঘর মেরামতের জন্য টিন তুলে দেন।

দরিদ্র মোটরসাইকেল চালক আনেচ বলেন, ঘূর্নীঝড় আম্পানে আমার ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। এতে সামান্য বৃষ্টিতেও পানি ঢুকে যেত ঘরের ভেতর। বউ বাচ্চা নিয়ে অন্যের ঘরে বসবাস করতেছি। ঘর সারানোর জন্য টাকা ছিলনা। সাহায্যের জন্য বহু যায়গায় ঘুরেছি, কোন লাভ হয়নি। এখন সুনাম দেবনাথের কল্যানে পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারব।

সুনাম দেবনাথ বলেন,আমি সবসময়ই অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি।আমার যথাসাধ্য অসহায় লোকদেরকে সাহায্য করার চেষ্টা করি।গরীবের জন্য সবসময়ই আমার সাহায্যের দরজা খোলা থাকে এবং থাকবে। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় অসহায় মানুষের পাশে দাড়াতে পারি।

প্রসঙ্গত, অসহায়দের পাশে দাড়ানোর জন্য প্রায় ছয় বছর আগে এ্যাডভোকেট সুনাম দেবনাথ প্রতিষ্ঠা করেছিলেন ”সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশন” নামে একটি সেবাধর্মী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বহু মুমূর্ষু রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, যেকোন সঙ্কটাপন্ন পরিস্থিতিতে মানুষে জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশন।আর এই মহামারি করোনা কালেও থেমে নেই সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশনের কার্যক্রম।