ঢাকা মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


করোনা উপসর্গ থাকায় হাসপাতাল ঘুরতে ঘুরতে মুক্তিযোদ্ধার মৃত্যু


২০ জুলাই ২০২০ ০১:১৪

ছবি সংগৃহীত

করোনা উপসর্গ থাকায় নাটোরে আব্বাস আলী গাজী নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।এ ঘটনায় মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন সংসদ সদস্য,জেলা প্রশাসক,পুলিশ সুপার,সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা।

পরিবার জানায়,তীব্র শ্বাসকষ্ট নিয়ে রোববার সকালে সদর উপজেলার আগদিঘা কাটাখালী গ্রামের বাড়ি থেকে মুক্তিযোদ্ধা আব্বাস আলী গাজীকে নাটোর শহরের বেসরকারি হাসপাতাল সততা ক্লিনিকে নেয়া হয়।করোনা উপসর্গ থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়।কিন্তু সদর হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসা না করায় দুপুর আড়াইটার দিকে পূনরায় তাতে শততা ক্লিনিকে নেয়া হয়।এখানে মুক্তিযোদ্ধা আব্বাসকে অক্সিজেন ও নেবুলাইজার দেয়ার এক পর্যায়ে মৃত্যু হয় তার।জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ জানান ঘটনাটি অত্যান্ত দুঃখজনক।দায়িত্বে অবহেলার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।