মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোণার ছাত্রলীগ নেতা মৃণালের বৃক্ষরোপণ কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব শতবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণা জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি ভট্টাচার্য্যের নেতৃত্বে নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণ ও বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের নির্দেশনায় ৩ মাসব্যাপী সারাদেশে ১ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান মৃণাল কান্তি ভট্টাচার্য্য।
তিনি আরও জানান, গাছ প্রকৃতির পরম বন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের মাধ্যমে আসুন প্রকৃতির সাথে আমরা বন্ধুত্ব গড়ে তুলি।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের এ নেতা।